Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে র‌্যালি-আলোচনা

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দুইদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উদ্বোধনী ফলক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। পরে বিদ্যালয় থেকে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে উদ্বোধনী আলোচনা সভা হয়। এতে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া’র সভাপতিত্বে বক্তব্য দেন-স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য চিকিৎসক আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠান সঞ্চালন করেন-বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গোপাল চন্দ্র সেন, যুগ্ম-সচিব মো. আবদুস সাত্তার, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, শাহ্ মো. জাকারিয়া ভূঁইয়া, আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক সাবেক প্রধান শিক্ষক এটিএম মজিবুর রহমান ভূইয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা হারুন মাহমুদ, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, মো. মাহবুব উর রহমান সরকার, কাজী মাহবুবুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ