মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৃষ্টির পর তাৎক্ষণিক বন্যায় নিখোঁজদের সন্ধানে ডেড সি রিসোর্ট এলাকায় জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জর্ডানের জরুরি বিভাগের কর্মীরা। বৃহস্পতিবারের এ বন্যায় কর্তৃপক্ষ অন্তত ১৮ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। নিহতদের বেশিরভাগই পিকনিকে বের হওয়া স্কুলশিক্ষার্থী। বন্যায় ভেসে যাওয়াদের উদ্ধারে হেলিকপ্টার ও সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। মৌসুমী বৃষ্টির পর হঠাৎ করে দেখা দেয়া বন্যায় ৪৪ শিশু ও তাদের শিক্ষকদের বহনকারী একটি বাসকে ভাসিয়ে নিয়ে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আল শারা। শিক্ষক-শিক্ষার্থীরা ওই বাসে করে ডেড সি রিসোর্ট এলাকায় পিকনিকে যাচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে ডেড সি এলাকায় ভ্রমণে জর্ডানের শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা অমান্য করেই স্কুলটি ওই এলাকার দিকে গিয়েছিল বলে ধারণা প্রধানমন্ত্রী ওমার রাজাজের। হাসপাতাল সূত্রগুলো এখনো অনেকেই নিখোঁজ বলে জানিয়েছে। তুমুল বৃষ্টিতে ডেড সি সংশ্লিষ্ট একটি বাঁধের সেতুও ভেঙে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।