মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে আছে। আর তারই জের ধরে এবার নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইসরাইলের সঙ্গে ৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের চুক্তি করেছে ভারত। এর আগে রাশিয়ার সঙ্গেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি করে দেশটি। বুধবার ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়। আইএআই ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে চুক্তিটি করেছে। এর আওতায় বারাক-৮ ও সাতটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা করা হবে। গতবছর ৬৩ কোটি মার্কিন ডলারের অংশ হিসেবে এ চুক্তি করা হলো। ইসরাইলের সব থেকে বড় প্রতিরক্ষা ফার্ম হলো আইএআই। বলা হচ্ছে, বিশ্বজুড়ে দেশটির বারাক-৮ ব্যবস্থা বিক্রি এখন ৬০০ কোটিতে এসে দাঁড়িয়েছে। বারাক-৮ এর এলআরএসএএম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যা ভারত ও ইসরাইলের নৌ, বিমান ও স্থল বাহিনী ব্যবহার করে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।