Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ ১০ বছর আলোচনা শেষে ঐতিহাসিক সামুদ্রিক চুক্তি স্বাক্ষর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

দীর্ঘ ১০ বছরের সমঝোতা আলোচনার পর সমুদ্র বিষয়ক চুক্তিতে পৌঁছালো বিশ্বের নানা দেশ। রোববার (৫ মার্চ) আসে এই ঘোষণা। খবর রয়টার্সের।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ৩৮ ঘণ্টা ধরে মেগা আলোচনা চলে। এরপরই সিদ্ধান্ত হয় ২০৩০ সালের মধ্যে সমুদ্রের উপরিভাগের ৩০ শতাংশ এলাকা সুরক্ষিত ঘোষণা করা হবে। সামুদ্রিক প্রাণী এবং বিরল প্রজাতিকে পুনরুদ্ধারেই এ উদ্যোগ। আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রত্যেক দেশের মাছ আহরণ, জাহাজ চলাচল এবং গবেষণা করার সুযোগ রয়েছে। কিন্তু, মাত্র এক দশমিক ২ শতাংশ এলাকাই সুরক্ষিত।
জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে বহু মাছ ও বিরল প্রাণী। সবশেষ ১৯৮২ সালে, সমুদ্রের প্রাণসম্পদ রক্ষায় স্বাক্ষর করা হয়েছিলো একটি চুক্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামুদ্রিক চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ