পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা/কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থা্র মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা-২০২১ কার্যকরের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসাবে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং বেবিচকের পক্ষে সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য মো. মাহবুব আলম তালুকদার, এয়ার কমোডর রেয়াদাদ হোসেন, এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, এয়ার কমোডর কাওসার, পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, অগ্রণী ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।