Inqilab Logo

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

সিকৃবি ও হকৃবির মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ (সোমবার) ২০ জানুয়ারি সিকৃবির ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মো: জামাল উদ্দিন ভূঞা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে হকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবদুল বাসেত এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহ আলমগীর, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম, রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম, পরিচালক (বহিরঙ্গন) ড. তিলক চন্দ্র নাথ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো: আনিছুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, হকৃবির ডেপুটি রেজিস্ট্রার মো: সাদেকুজ্জামান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মোবারক খান। উল্লেখ্য, ৫ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে উভয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে তাদের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে সহায়তা পাবে। পাশাপাশি আবেদন করতে পারবে যৌথভাবে গবেষণা সহায়তার জন্য। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ