Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশেষ মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্বে রাজনাথ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:১২ এএম

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আটকানোর জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোকে আরো পোক্ত করতে বুধবার বিশেষ মন্ত্রিগোষ্ঠী গঠন করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে বেশ কয়েকজন মহিলার যৌন হেনস্থার অভিযোগ ও তার প্রেক্ষিতে আকবরের পদত্যাগের পর এই ঘটনা ঘটল। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সঙ্গে যুক্ত বিষয়গুলোর দিকে নির্দেশিত বর্তমান আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি কীভাবে আরও মজবুত করা যায় এবং বর্তমান ব্যবস্থাগুলিকে কীভাবে আরও যথাযথ উপায়ে কার্যকর করা যায়, সে ব্যাপারে সুপারিশ করবে এই মন্ত্রিগোষ্ঠী। মন্ত্রিগোষ্ঠীর শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়া ওই গোষ্ঠীর অন্যান্য সদস্যরা হলেন, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গড়করি, এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেক গান্ধী। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনাথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ