Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনাথ সিং কাশ্মির যাচ্ছেন

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

তার সফর হবে নিরর্থক : দুখতারান-ই মিল্লাত
সমগ্র কাশ্মির এখন বৃহৎ কারাগার : হুরিয়াত
ইনকিলাব ডেস্ক : সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল শনিবার দুই দিনের সফরে জম্মু-কাশ্মির যাওয়র কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি সেখানে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তিনি কথা বলবেন। এদিকে, রাজনাথ সিংয়ের সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দুখতারান-ই মিল্লাত নামে একটি সংগঠন। তার সফরে রাজ্যের বাস্তব পরিস্থিতির ওপর কোনো প্রভাব পড়বে না বলে সংগঠনটি দাবি করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদা নাসরীন এক বিবৃতিতে বলেন, কাশ্মির আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়, বরং এটি ৭০ বছরের অমীমাংসিত ইস্যু। তিনি যদি মনে করেন এটা আইনশৃঙ্খলার সমস্যা তাহলে ভুল করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা নয় বলেও তিনি ঘোষণা করেন। অন্যদিকে, হুরিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক কাশ্মির পরিস্থিতি সম্পর্কে বলেছেন, সমগ্র কাশ্মির বৃহৎ কারাগারে পরিণত হয়েছে, মানুষের নাগরিক এবং ধর্মীয় অধিকার সম্পূর্ণ পদদলিত হচ্ছে। গত বৃহস্পতিবার সংসদে রাজনাথ সিং বলেন, কাশ্মির পরিস্থিতির উন্নতির উপায় খুঁজতে তিনি আশাবাদী। রাজ্যে কাশ্মিরিয়াত, জমহুরিয়াত এবং ইনসানিয়াতকে বহাল করা হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে, গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও এক যুবক নিহত হয়েছে। কয়েকদিন আগে আহত অন্য এক যুবকও এদিন হাসপাতালে মারা যায়। গত শুক্রবার জুমার নামাজের জন্য জমায়েত হওয়া মানুষজন বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অবন্তীপোরাতে পাথর ছোঁড়া জনতাকে নিরাপত্তা বাহিনী পেলেট গান ব্যবহার করে জবাব দিলে মুস্তাক আহমেদ নামে এক যুবকের পেটে আঘাত লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিন ছররা গুলির আঘাতে গুরুতর আহত অন্য দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনাথ সিং কাশ্মির যাচ্ছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ