রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাই পৌরশহরের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ইমন নামের এক ছাত্র ঘরের জানলার গ্রিলের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে পৌরসভার বাগনগর এলাকায় ভাড়াবাসা থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ওই স্কুলছাত্রের মা ও বাবা দু’জনই কর্মজীবী। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া থানার সাহাপাড়া এলাকায়।
জানা যায়, ধামরাই পৌরশহরের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইমনকে নিয়ে মা ও বাবা ধামরাই পৌরসভার বাগনগর এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকত। প্রতিদিনের মতো ইমনকে বাসায় রেখে সকালে মা আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টেসে ও বাবা একটি কারখানায় কাজ করার জন্য বেরিয়ে যায়। ইমন ভাড়া বাসায় একা একা থাকত। গত বুধবার সন্ধ্যার পর ইমনের বাবা মনিরুল ইসলাম বাসায় এসে দেখে ছেলে ঘরের বাইর থেকে জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। তবে কি কারনে ইমন আত্মহত্যা করেছে থানা পুলিশ জানাতে পারেনি। কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশ ইমনের লাশ রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।