Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাউজানে বারাভী শরিফ ও ওরছে আলা হজরত (র:) স্মরণে মাহফিল

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:১০ পিএম

রাউজানের আমিরহাট সর্তাব্রীজ সংলগ্ন পশ্চিমকুল এবাদত খানায় আয়োজিত বারাভী শরীফ ও ওরছে আলা হযরত (রঃ) স্মরনে বুধবার বাদে আছর থেকে রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা এয়াছিন ভাণ্ডারীর সভাপতিত্বে এবং মাওলানা তাজ মুহাম্মদ রেজভী ও মৌলানা মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় এতে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। প্রধান ওয়ায়েজিন ছিলেন, রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা জসিম উদ্দিন আবেদী (মুজিআ)। এতে বারাভী শরীফ ও আখেরী মোনাজাত পরিচালনা করেন গর্জনীয়া ফাজিল মাদ্রাসার আরবি মোদার্রিছ আল্লামা সোলায়মান মুকবলী। এতে বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আজিজ, ক্বারী মাওলানা ওসমান গণী, মাওলানা ইউছুপ জামালী, শিক্ষক মাওলানা আয়ুব আনসারী, প্রবাসী আব্দুল আজিজ, মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা সোলাইমান চৌ,হাফেজ ওমর ফারুক, হাফেজ মহিউদ্দিন, মাওলানা ওসমান কাদেরী, মাওলানা মোরশেদ, মো. বোরহান, সৈয়দ কপিল, মুহাম্মদ আলী, জিয়াউল হক, নাজিম উদ্দিন, জহুরুল আলম, সৈয়দ মুবিন, নবিউল করিম, হাছান ভান্ডারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ