Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম হলের নাম বহাল রাখার দাবি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউট হলের নাম বহাল রাখার দাবি জানিয়ে এ ব্যাপারে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বক্তব্য স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে। ‘মুসলিম ঐতিহ্য ও স্থাপত্য সংরক্ষণ পরিষদের’ ব্যানারে গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, মুসলিম হলের নামকরণ নিয়ে গত ২০ অক্টোবর দেশের বিভিন্ন মিডিয়ায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের একটি বক্তব্যে সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গণে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চট্টগ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার অবিলম্বে এ ব্যাপারে মেয়রের বক্তব্য স্পষ্ট করার দাবি জানান এবং মুসলিম হলের বর্তমান নাম বহাল রাখার আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে একে একে সব মুসলিম ঐতিহ্য ও সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করার পাঁয়তারা চলছে। তিনি অবিলম্বে চট্টগ্রামের প্রতিটি হল ও সাংস্কৃতিক স্পট ইসলামী সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্ত করারও আহ্বান জানান। পরিষদের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ আবু আজমের সভাপতিত্বে ও সংগঠনের সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাছির উদ্দীন মাহমুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ সোহেল উদ্দিন আনসারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ