মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৯ বছর ধরে নির্মাণকাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু। গতকাল মঙ্গলবার ৫৫ কিলোমিটার বিস্তৃত এই সেতুটি উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরিকল্পনা অনুযায়ী সেতুটি ২০১৬ সালে চালু হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকবার উদ্বোধনের তারিখ পিছিয়ে গতকাল উদ্বোধন করা হলো। চীনা শহর ঝুয়াই থেকে হংকং ও ম্যাকাউ সংযোগ করবে সেতুটি। আজ থেকে জনসাধারণ এটি ব্যবহার করতে পারবেন। সেতুটির দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এটি তৈরিতে খরচ হয়েছে ২ হাজার কোটি ডলার। চীনের বৃহত্তর সামুদ্রিক এলাকার জন্য সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। এই সেতুটি দক্ষিণ চীনের ৫৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা, হংকং ও ম্যাকাউসহ ১১টি শহরকে যুক্ত করছে। এই এলাকায় প্রায় ৬ কোটি ৮০ লাখ জনগণের বসবাস।
এই সেতু উদ্বোধনের তারিখ বেশ কয়েকবার পিছিয়ে যায়। কাজ করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জন কর্মী প্রাণ হারিয়েছেন। দীর্ঘতম এই সেতুটি ভূমিকম্প ও ঘূর্ণিঝড় প্রতিরোধী। দাবি করা হচ্ছে, এটি তৈরিতে ৪ লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ সম্ভব।
মূলত হংকং, ম্যাকাওসহ চীনের দক্ষিণাঞ্চলের আরও ৯টি শহরের সঙ্গে সংযোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এর আগে ঝুয়াই থেকে হংকং যেতে চার ঘণ্টা লাগতো। এখন লাগবে মাত্র ৩০ মিনিট। তবে সর্বসাধারণ এই সেতুটি ব্যবহার করতে পারবেন না। এই সেতু দিয়ে চলাচলের জন্য বিশেষ অনুমতি লাগবে। টোল দিতে হবে যানবাহনকে। সেখানে পাবলিক বাহনও চলবে না। কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী প্রতিদিন সেতুটি দিয়ে ৯ হাজার ২০০ যানবাহন চলাচল করবে। সূত্র : বিবিসি ও ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।