নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ মহিলা রাগবি দল। ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য এশিয়া রাগবি অনূর্ধ্ব-১৮ মহিলা সেভেন্সে খেলতে আজ রওয়ানা হচ্ছে দলটি। তবে জানা গেছে, সড়ক পথেই প্রথম বিদেশ সফরে যাচ্ছে বাংলাদেশ মহিলা রাগবি দল। ২৬ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ‘বি’ পুলে খেলবে লাল-সবুজরা। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাত। বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করছে সাউথইষ্ট ব্যাংক লিমিটেড। এখন পর্যন্ত এশিয়ান রাগবি ইউনিয়নে স্থায়ী সদস্য পদ পায়নি বাংলাদেশ। এই টুর্নামেন্টে অংশ নিলেই পূর্ণ সদস্য হবে তারা। সে জন্যই মহিলা রাগবি দলকে পাঠাচ্ছে ফেডারেশন। মাত্র ১৫ দিনের অনুশীলনে গেলেও টুর্নামেন্ট থেকে তেমন কোন প্রত্যাশা নেই বাংলাদেশ রাগবি ফেডারেশনের। তবে বিশ্ব রাগবিতে বেশ এগিয়েছে বাংলাদেশ। তেমনটাই জানালেন সাধারন সম্পাদক মৌসুম আলী। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী বছর জাপানে অনুষ্ঠিত হবে রাগবি বিশ্বকাপ। তার আগে বিশ্বজুড়ে এক মিলিয়ন খেলোয়াড় খোঁজার কার্যক্রম করেছে বিশ্ব রাগবি ফেডারেশন। যার মধ্যে সপ্তম বাংলাদেশ। আমাদের এমন কার্যক্রমে বেশ খুশী বিশ্ব রাগবির কর্তারা। আর তাই এশিয়াকে বরাদ্দকৃত তিন হাজার বলের মধ্যে বাংলাদেশকেই দেয়া হচ্ছে পাঁচশ’ বল। যা ভুবনেশ্বরে আমাদের হাতে তুলে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।