বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল (শনিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় শুনেছি কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমরা চাই সবাইকে গ্রেপ্তার করা হোক। শুধু গ্রেপ্তার নয়, সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষকদের ফাঁসি দাবি করে তিনি বলেন, এটা দেশের অস্তিত্বের লড়াই। সবাইকে ফাঁসি দিলে কেউ আর এমন অপরাধ করতে সাহস পাবে না।
এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর সাহিদা রফিক, মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, দক্ষিণের সাধারণ সম্পাদক সামছুন্নাহার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।