Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৮:০৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে শুকরিয়া আদায় ও দেশনেত্রীর শারীরিক সুস্থতা জন্য আল্লাহ রহমত কামনা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, একইসাথে কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাণঘাতি ছোবলে আতঙ্কিত বাংলাদেশসহ বিশে^র সকল ধর্ম ও বর্ণের মানুষের নিকট আবেদন জানাচ্ছি-আসুন, আমরা যেখানে যে অবস্থায় আছি প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে নিজস্ব ধর্ম অনুযায়ী বিশে^র ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মরণঘাতি আক্রমণ থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি। মহান আল্লাহ যেন এদেশের জনগণ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তাঁর পরিবারবর্গ ও বিশে^র সকল মানুষকে সহিসালামতে রাখেন।

জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নিজস্ব ও পারিবারিক নিরাপত্তা বজায় রেখে স্ব স্ব অবস্থান থেকে যতটুকু সম্ভব এই মহাদুর্যোগে মানুষের মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহবান জানিয়ে আফরোজা আব্বাস বলেন, নিশ্চয়ই মহান রাব্বুল আলামীন আমাদেরকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবার পথ দেখাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিলা দল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ