Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর জেলা মহিলা দলের কার্যক্রম ৭ বছর ধরে বন্ধ থাকায় সাধারণ কর্মীরা ক্ষুব্ধ

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলা মহিলা দলের কার্যক্রম প্রায় ৭ বছর ধরে বন্ধ। বিগত বছরগুলো ও বর্তমানেও কোথাও কোনো কেন্দ্রীয় কমিটির কর্মসূচি পালন করতে দেখা যায় না ফরিদপুর জেলা মহিলা দলের। বিএনপির অন্যান্য সংগঠনগুলো দলীয় কর্মসূচি পালন করলেও মহিলা দলের কোনো কর্মীকে রাজপথে আন্দোলনে দেখা যায়নি।
এতে মনে হয় ফরিদপুর জেলা মহিলা দলের কোনো কমিটি নেই। কোনো কর্মসূচিতে মহিলা দলের নেতাকর্মীদের না দেখে সাধারণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ফরিদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিলকিস ইসলাম জানান, আমি যতটুক সম্ভব দলের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে মহিলা দলের কোনো কর্মসূচি নেই, তাই আমাদের মাঠে ময়দানে দেখা যায় না। কিন্তু আমি সব সময়ই মাঠে থাকার চেষ্টা করি। তিনি আরো বলেন, ফরিদপুর জেলা মহিলা দলের সভানেত্রী বেশিরভাগ সময়ই ঢাকা অবস্থান করেন। এদিকে ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহিলা দলের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর জেলা মহিলা দলের কার্যক্রম ৭ বছর ধরে বন্ধ থাকায় সাধারণ কর্মীরা ক্ষুব্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ