Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরপ্রাপ্তদের পরিচিতিপত্র চাই

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম


একজন মানুষ সারাজীবন চাকরি করে সরকার কিংবা যে কোনো আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা কোনো কোম্পানির সেবা করে শেষ বয়সে অবসর গ্রহণ করেন। আমাদের দেশে অবসর জীবন, বিশেষত বৃদ্ধ বয়সের জীবন অধিকাংশ মানুষের জন্য সুখকর হয় না। অবসর জীবন যাপনকারী সিংহভাগ মানুষই সেখানে পেনশন বা কোনো ভাতা পান না। যাই হোক, এমন অনেক অভাব-অভিযোগের মধ্যে একটি বড় দুঃখজনক বিষয় হচ্ছে, সারাজীবন কর্মশ্রম দিয়ে যাদের সেবা করলেন, অবসর জীবনে সেই কর্তৃপক্ষ তাকে চিনবে না বা কর্তৃপক্ষের কাছে তার কোনো পরিচিতি থাকবে না, এমনকি সমাজ ও সর্বক্ষেত্রে তার কোনো ফরমাল পরিচিতি থাকবে না- এটা খুবই দুঃখজনক। অবশ্য প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র আছে। কিন্তু এটি কর্মজীবনের পরিচয়পত্র নয়। সরকারি ও অন্যান্য কর্তৃপক্ষ চাকরিকালীন পরিচিতিপত্র দিয়ে থাকে। কিন্তু চাকরি থেকে অবসর গ্রহণের সঙ্গে সঙ্গেই পরিচিতিপত্র ফেরত দিতে হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নিবেদন, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যদেরও অবসর গ্রহণকালীন ‘অবসরপ্রাপ্ত লিখে আমৃত্যু একটি পরিচিতিপত্র দেওয়ার আদেশ দেওয়ার জন্য।
মো. হাবিবুল ইসলাম, হালিশহর, চট্টগ্রাম।



 

Show all comments
  • এ এস এম হাসান তৈয়ব ১৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ এএম says : 0
    Very important issue.Govt.may be sympathetic and issue order so that one can live with honour...Govt.may also consider our financial aspects and may issue order for payment of monthly pension to the retired employees(CPF).
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসরপ্রাপ্ত

১৭ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন