Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চি ঠি প ত্র

অবসরপ্রাপ্ত শিক্ষকগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন

মুহাম্মাদ খুরশীদ উদ্দীন | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

২০০০ সালের পূর্বে যে সকল শিক্ষক পেনশনে গিয়েছেন তাদের পেনশন অতি সামান্য। তুলনা করে বলা যায়, ২০০০ সালের পূর্বে যে সকল ১ম শ্রেণির গেজেটেড শিক্ষক পেনশনে গিয়েছেন, তারা বর্তমানে পেনশনে যাওয়া একজন অফিস পিয়নের সমান পেনশনও পান না। এরূপ অবস্থা চরম অমানবিক, বৈষম্যমূলক ও লজ্জাজনক। এটা শুধু ব্যক্তির লজ্জা নয়, জাতির জন্যও লজ্জাস্কর। আমরা এর সংস্কার চাই। এ ব্যপারে আমাদের কিছু অভিমত জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পেশ করলাম। ১. যারা সারা জীবন শিক্ষকতা করে জাতিগঠনে অবদান রেখে শেষ জীবনে অবসর গ্রহণ করেছেন, তারা সমাজের সবচেয়ে মর্যাদাবান গুণী ও প্রবীণ ব্যাক্তি। জাতিসংঘসহ সারা বিশ্বে বছরে একদিন প্রবীণ দিবস হিসেবে পালন করা হয়। আমাদের দেশেও এ নির্দিষ্ট দিবসটি পালন করা হয়। এর উদ্দেশ্য প্রবীণদেরকে সম্মান করা। তবে এতে প্রবীণ অবসর প্রাপ্ত পেনশনধারী শিক্ষকগণ কী পান? কিছুই না। সম্প্রতি সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হল কিন্তু অবসর প্রাপ্ত শিক্ষকগণের পেনশন বৃদ্ধি করা হল ৫০% অর্থাৎ অর্ধেক। তারা যেহেতু অবসর প্রাপ্ত, পূর্ণ বেতন পান না, সেহেতু তাদের পেনশন বর্তমান কর্মচারীদের ন্যায় দ্বিগুণ করা উচিত ছিল। আমরা তাই কামনা করছি। ২. বৃদ্ধ প্রবীণ পেনশনারদের চিকিৎসা ভাতা দুুই হাজার পাঁচশত টাকা নির্ধারিত। অথচ তাদের চিকিৎসায় বর্তমানে ব্যয় করতে হয় এর চেয়ে অনেক বেশি টাকা। অতএব, অনতি বিলম্বে তাদের চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হোক। ৩. পেনশনারদের চিত্ত বিনোদনের কোনো ব্যাবস্থা নেই। অতএব, তাদের জন্য চিত্ত বিনোদনের জন্য বিনোদন ভাতার ব্যবস্থা করা হোক। ৪. পেনশনারদের জন্য সরকারি হাসপাতালসমূহে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র প্রদানের জন্য ব্যবস্থা করা হোক। ৫. পেনশনারদের জন্য সারাদেশের রেল বা বাসে ভ্রমণের জন্য দুটি টিকেটের স্থায়ী পাশ দেওয়া হোক। ৬. জাতীয় অনুষ্ঠানসমূহে যেন তাদেরকে সরকারিভাবে দাওয়াত দিয়ে ভিআইপি আসন সংরক্ষিত করে সম্মানিত করা হয়। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দিয়ে আমাদেরকে বাধিত করবেন।


অবসর প্রাপ্ত শিক্ষক, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন