Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা জট নিরসনে সহযোগিতা করবেন অবসরপ্রাপ্ত বিচারকরা

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের ৩০ লাখ বিচারাধীন মামলার জট নিরসনে সর্বাত্মক সহযোগিতা করবেন অবসরপ্রাপ্ত বিচারকরা। গতকাল শুক্রবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সভায় তারা এ কথা বলেন। রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি শীল ব্রত বড়ুয়ার (এসবি বড়ুয়া) সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সাবেক সচিব আলাউদ্দিন সরদার, সাবেক সচিব আসাদুজ্জামান, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মীর মো. আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সরকার লাখ লাখ মামলার জট নিরসন করতে ইতোমধ্যে দেওয়ানি কার্যবিধি সংশোধন করেছে। এসআরও জারি করে চালু করেছে সংশোধিত আইন। বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে সরকার ইতোমধ্যে ৫০ থেকে ৬০ জন অবসরপ্রাপ্ত বিচারককে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে দেশে বিচারাধীন প্রায় ৩০ লাখ মামলার জট রয়েছে। এই জট কমাতে অবসরপপ্রাপ্ত বিচারকরা সহায়ক ভূমিকা পালন করতে চায়। দেশের ৩০ লাখ বিচারাধীন মামলা জট নিরসনে সরকারের উদ্যোগে অবসরপ্রাপ্ত বিচারকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের কথাও বলেন তারা। ২০১১ সালে রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এতে বতর্মান সদস্য সংখ্যা ১১২ জন। ইতোমধ্যে অবসরে গেছেন এমন আরও ৮৬ জন বিচারক সদস্য হওয়ার জন্য প্রক্রিয়াধীন। ভবিষতে এ অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান এসব অবসরপ্রাপ্ত বিচারক। অনুষ্ঠানে মাহবুবুর রহমান সংগঠনের গত ১ বছরের আয়-ব্যায়ের হিসেবনিকেশ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা জট নিরসনে সহযোগিতা করবেন অবসরপ্রাপ্ত বিচারকরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ