বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদকে কারাগারে প্রেরণ এবং গায়েবি মামলায় গণগ্রেফতার সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। শেষসময়ে এসে সরকারের এ মরণকামড়ে বিএনপি নেতাকর্মীরা ভীত নয় উল্লেখ করে তারা বলেন, এতে করে বিরোধী দলের কর্মীরা আরও উজ্জীবিত। আমীর খসরু মাহমুদ চৌধুরী, মাহাবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল (সোমবার) নাসিমনভবনস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ হারুন, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, মাহবুবুল আলম, নুরুল আলম রাজু, কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গির আলম দুলাল, মোঃ শাহ আলম, আবুল হাসেম, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম মঞ্জু, শিহাব উদ্দিন মুবিন, এইচ এম রাশেদ খান, জেলী চৌধুরী, আবদুল হালিম স্বপন, ইব্রাহিম বাবুল, আলী আব্বাস, মনজুর রহমান চৌধুরী, মাঈন উদ্দিন, জাহিদুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।