বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর (কেজিডিসিএল) আওতায় চট্টগ্রাম অঞ্চলে ২৫ হাজার আবাসিক গ্রাহককে অবিলম্বে গ্যাস সংযোগ দেয়ার দাবিতে গতকাল (সোমবার) এক মানববন্ধন কোম্পানীর কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্যাস সংযোগ পেতে যাবতীয় ফি পরিশোধ করে দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরও সংযোগ মিলছে না। এতে করে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়ন-বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এলএনজি সরবরাহের ফলে চট্টগ্রামে গ্যাস সরবরাহ ২শ’ মিলিয়ন ঘনফুট বাড়লেও আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে না। আগামী ১০ দিনের মধ্যে গ্যাস সংযোগ চালু না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয় মানববন্ধন থেকে। এতে সমিতির নেতা হারুন সাহেদ, শফিকুল আলম তালুকদার, দেলোয়ার হোসেন পাটোয়ারি, বাইজিদ হোসেন ঢালি, মাহফুজুর রহমান, শামীম পারভেজ, ফারুক আকবর, নূর নবী, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।