গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর তুরাগ থানা এলাকায় উত্তরা ১৬ নম্বর সেক্টরে একটি ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয়ে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন জানান, ঝোপের ভেতর থেকে দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে অজ্ঞাতপরিচয়ে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহতদের একজনের পরনে প্যান্ট ও শার্ট এবং অপরজনের প্যান্ট ও গেঞ্জি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।