মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিম জং উনের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফরের কথা ভাবছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে তার কাছে কিমের আমন্ত্রণ পৌঁছে দেন। বৃহস্পতিবার ভ্যাটিকানে ৩৫ মিনিট বৈঠকে করেন পোপ ও মুন। সেখানে পোপ ফ্রান্সিস কোরীয় উপদ্বীপে শান্তি আলোচনার প্রশংসা করে বলেন, ‘সামনে এগিয়ে যান, থামবেন না, ভয় পাবেন না।’ গত মাসে আন্তঃকোরীয় সম্মেলনে মুনকে পোপের সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছিলেন কিম। বলেছিলেন, এই বার্তাটি যেন তিনি পৌঁছে দেন। মুনও পোপের কাছে পৌঁছে দিয়েছেন সেই আমন্ত্রণবার্তা। পোপ ফ্রান্সিস যদি এই আমন্ত্রণ গ্রহণ করেন তবে তিনিই হবেন উত্তর কোরিয়া সফরে যাওয়া প্রথম পোপ। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।