Inqilab Logo

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

যে কারণে ইউক্রেন সফরে যাচ্ছেন না পোপ ফ্রান্সিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:৪৭ পিএম

ইউক্রেন সফর করবেন না বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। যদিও চলতি মাসের শুরুতে তিনি সেখানে যাওয়ার বিষয়টি বিবেচনা করেছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির।

আর্জেন্টিনার সংবাদপত্র লা ন্যাসিয়নকে পোপ বলেন, ‘(পোপ যাওয়ার) পরদিন যদি যুদ্ধ চলতেই থাকে, তাহলে (ইউক্রেনের রাজধানী) কিয়েভে গিয়ে লাভটা কী?’
পোপ জোর দিয়ে বলেন, তিনি ‘যুদ্ধ বন্ধের জন্য সম্ভাব্য সবকিছু করতে ইচ্ছুক’, কিন্তু তাঁর ইউক্রেন সফর যুদ্ধ সমাপ্তির চেষ্টার মতো ‘উচ্চাকাঙ্ক্ষায়’ বাধা হয়ে দাঁড়াতে পারে।
‘বর্তমান বিশ্বে এবং সভ্যতার এ পর্যায়ে এসে সব যুদ্ধই নৈরাজ্যবাদী’, যোগ করেন পোপ ফ্রান্সিস।
স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে পোপ ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাটিকান সিটিতে রাশিয়ার দূতাবাসে তাঁর অপ্রত্যাশিত সফর নিয়েও ব্যাখ্যা দেন।
পোপ বলেন, ‘ইউক্রেনের কথা ভেবে আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমি একা গিয়েছিলাম। আমি চাইনি কেউ আমাকে সঙ্গ দিক। এটা আমার ব্যক্তিগত দায়িত্ব ছিল।’
কেন যুদ্ধের বিরুদ্ধে দেওয়া বিবৃতিতে রাশিয়া বা দেশটির প্রেসিডেন্টের নাম নেন না, এমন প্রশ্নে পোপের উত্তর : ‘একজন পোপ কখনোই কোনো রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানের নাম নেন না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোপ ফ্রান্সিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ