নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তনার ঘটনায় সন্ত্রাস দমন আইনে ২টি মামলা হয়েছে। শেখেরচরে বুধবার এবং মাধবদীর ঘটনায় আজ বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। শেখেরচরে ভগীরথপুর এলাকার বিল্লাল মিয়ার বাড়ির জঙ্গি আস্তানার ঘটনায় হাফিজকে আসামী করে এবং মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাত তলা হাজী আফজালের বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনার গ্রেপ্তারকৃত জঙ্গি মেঘনা ও মৌসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় পলাতক হিসেবে আরো ৩/৪ জনকে দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মেঘনা ও মৌ কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলু জানায়। উল্লেখ্য, সোমবার রাতে শেখেরচর ও মাধবদী গাংপাড় এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এ সময় অভিযানে ২ জঙ্গি নিহত হয়। গ্রেপ্তার হয় ২ নারী জঙ্গি।