Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহিলা হ্যান্ডবলের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল আজ। এদিন বিকেল সাড়ে ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে নওগাঁ ও জামালপুর জেলা। এর আগে গতকাল অনুষ্ঠিত হয় তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। এতে পঞ্চগড় জেলা ১৫-২ গোলে ঠাকুরগাঁওকে হারিয়ে তৃতীয় হয়। প্রথমার্ধে বিজয়ীরা ১০-১ গোলে এগিয়ে ছিলো।

এবারের প্রতিযোগিতায় ১২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। ‘ক’ গ্রুপে ছিল নওগাঁ, যশোর ও গোপালগঞ্জ জেলা। ‘খ’ গ্রুপে খেলেছে জামালপুর, দিনাজপুরও মাদারীপুর জেলা। ‘গ’ গ্রুপের দলগুলো হলো- পঞ্চগড়, নড়াইল ও ফরিদপুর জেলা। এবং ‘ঘ’ গ্রুপে ছিল ঢাকা, ও নারায়ণগঞ্জ ও ঠাকুরগাঁও জেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ