প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল তার নতুন সিনেমা দিন-দ্য ডে সিনেমার নির্মাণের প্রস্তুতি বেশ জোরেশোরে নিচ্ছেন। সিনেমার চিত্রনাট্যের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নিজেকেও তৈরি করতে শারীরিক ব্যায়াম, মারপিটের রিহার্সাল করছেন নিয়মিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হবে এটি। সিনেমাটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। অনন্ত'র সঙ্গে প্রযোজনায় থাকছে ইরানি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশন। শিঘ্রই সিনেমাটির শূটিং শুরু হতে যাচ্ছে। এখন চলছে শিল্পী নির্বাচন। এতে অনন্ত ও বর্ষা জুটির সঙ্গে বাংলাদেশ ও ইরানের তারকা শিল্পীরা কাজ করবেন। থাকবে অনন্তর আয়োজনে টেলেন্ট হান্টের শিল্পীরাও। এদিকে ইরানের শিল্পী নির্বাচন করতে অনন্ত এখন ইরানে রয়েছে। ইরানের প্রযোজকের সঙ্গে আলোচনা করে শিল্পী তালিকা চ‚ড়ান্ত করার জন্য সেখানে গিয়েছেন বলে জানা যায়। ঢাকায় ফিরেই সংবাদ সম্মেলন করে সিনেমাটির বিস্তারিত জানাবেন। ইসলামিক ভাবনায় নির্মিত হবে 'দিন- দ্য ডে'। সন্ত্রাস, অপপ্রচারকে ঘিরে ইসলাম নিয়ে মানুষের নেতিবাচক ধারণাকে বদলে দেবে এই চলচ্চিত্রটি। অনন্তর ইরানের এই সফরে নিশ্চিত হবে চলচ্চিত্রটির পরিচালকের নাম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।