বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ গত ৫ অক্টোবরের মহাসমাবেশে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার প্রেসিডেন্টের নিকট স্মারকলিপি পেশ করবে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে এক বিশাল জমায়েত অনুষ্ঠিত হবে। জমায়েতশেষে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে প্রেসিডেন্টের নিকট স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিল রওয়ানা দেবে।
স্মারকলিপি পেশ কর্মসুচি সফল করার জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের ঈমানদার দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।