Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য আজিজুল হক ও জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার তৈলারদ্বীপ সরকারহাটে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় আ.লীগ নেতা মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন ও মোবারক হোসেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে তৈলারদ্বীপ ও বারখাইন গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা আলমগীর চৌধুরী আহত হন। এ ঘটনায় তার ভাই নিজাম চৌধুরী বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই মামলায় ইউপি সদস্য আজিজুল হক ও আ.লীগ নেতা জসিম উদ্দিনকে আসামি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ