Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইউসুফের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইউসুফ (৭৮) গতকাল (রোববার) বিকেলে নগরীর আলকরণে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মোহাম্মদ ইউসুফ ১৯৬০ সালে পেশা হিসেবে সাংবাদিকতাকে গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীতে কাজ করেছেন। এছাড়া দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, দৈনিক ইনসাফ, জামানা, বাংলার বাণী, বাংলাদেশ বেতারসহ অসংখ্য মিডিয়ায় দায়িত্ব পালন করেন। আজ সোমবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় পুরাতন রেল স্টেশন চত্বরে দ্বিতীয় জানাজার পর নগরীর বাইশ মহল্লা চৈতন্যগলির কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। এদিকে সাংবাদিক মোহাম্মদ ইউসুফের ইন্তেকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ