Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক থেকে দেশে গেলেন মার্কিন ধর্মযাজক ব্রানসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

তুরস্কের আদালতে মুক্তির পর দেশে ফিরেছেন মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসন। শুক্রবার জার্মানিগামী যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে তিনি তুরস্ক ত্যাগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আদালতে মুক্তি পাওয়ার পর প্রথমে তুরস্কের নিজ বাসায় যান ব্রানসন। পরে স্ত্রীকে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। এক বিবৃতিতে ব্রানসন বলেন, এই দিনটির জন্য আমার পরিবারের সদস্যরা প্রার্থনা করেছেন। যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করতে পেরে আমি আনন্দিত। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অ্যান্ড্রু ব্রানসন। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে আটক হয়েছিলেন অ্যান্ড্রু ব্রানসন নামের ওই ধর্মযাজক। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে আঙ্কারা। পরে তাকে দোষী সাব্যস্ত করে গৃহবন্দি রাখার নির্দেশ দেয় তুর্কি আদালত। গুপ্তচরবৃত্তির অবিযোগ অস্বীকার করে আসছেন ব্রানসন, এই অভিযোগ প্রমাণ হলে ৩৫ বছরের কারাদন্ড হতে পারে তার। দীর্ঘ সময় ধরে তুরস্কে বসবাস করছেন ব্রানসন। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে ইজমিরের একটি চার্চে কাজ করেন তিনি। তুর্কি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এবং ২০১৬ সালে এরদোগান সরকারের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত গুলেনপন্থীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ