Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা, ১১ শিশু নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দুর্যোগ পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ার। দু’দফা ভূমিকম্পের পর এবার দেশটির সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১১ শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো এক শিশু। শুক্রবার উত্তর সুমাত্রায় তীব্র বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মান্দাইলিং নাতাল অঞ্চল। বন্যায় সেখানকার অন্তত ২০টি বসতবাড়ি প্লাবিত হয়ে ধসে পড়েছে। স্থানীয় পুলিশ প্রধান ইরসান সিনুহাজি বলেন, বন্যায় আরো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। কেননা বন্যার পানিতে ১২টি বাড়ি পুরোপুরি ভেসে গেছে। এছাড়া আরো নয়টি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনুহাজি বলেন, শুক্রবার স্থানীয় সময় ৪ টার দিকে যখন বন্যার সৃষ্টি হয়, তখন সেখানকার মুয়ারা সালাদি গ্রামের একটি স্কুলে ২৯ শিক্ষার্থী ক্লাস করছিলো। আকস্মিক বন্যায় তারা বন্দী হয়ে পড়ে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ