মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্যোগ পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ার। দু’দফা ভূমিকম্পের পর এবার দেশটির সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১১ শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো এক শিশু। শুক্রবার উত্তর সুমাত্রায় তীব্র বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মান্দাইলিং নাতাল অঞ্চল। বন্যায় সেখানকার অন্তত ২০টি বসতবাড়ি প্লাবিত হয়ে ধসে পড়েছে। স্থানীয় পুলিশ প্রধান ইরসান সিনুহাজি বলেন, বন্যায় আরো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। কেননা বন্যার পানিতে ১২টি বাড়ি পুরোপুরি ভেসে গেছে। এছাড়া আরো নয়টি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনুহাজি বলেন, শুক্রবার স্থানীয় সময় ৪ টার দিকে যখন বন্যার সৃষ্টি হয়, তখন সেখানকার মুয়ারা সালাদি গ্রামের একটি স্কুলে ২৯ শিক্ষার্থী ক্লাস করছিলো। আকস্মিক বন্যায় তারা বন্দী হয়ে পড়ে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।