Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মুম্বাইয়ের ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপি উধাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

এবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুক্রবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করেছে। ওইদিন স্টেট ব্যাংক অব মরিশাসের মুম্বাই নরিম্যান পয়েন্টের শাখা থেকে ১৪৩ কোটি রুপি হ্যাক হয়ে যায়। এই শাখার বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই আঁতকে ওঠেন ব্যাংকের কর্মকর্তরা। তারা মুম্বাই পুলিশের ইকনোমিক অফেন্স উইংকে বিষয়টি অবহিত করেন। খবর দেয়া হয় মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখাও। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ঘটনার সঙ্গে কোনো ম্যালওয়্যার হামলার যোগ আছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কিনা, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনা ঘটে গত ২ অক্টোবর। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ