Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান ও রাশিয়ার মধ্যে ব্যাংকিং বিনিময় সহযোগিতা শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:২০ পিএম

স্থানীয় সময় গতকাল (রোববার) ইরান ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে; ফলে রাশিয়া এবং অন্যান্য ১৩টি দেশের সঙ্গে ইরানের আর্থিক ও ব্যাংকিং বিনিময় সহযোগিতা শুরু হলো।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের উপপরিচালক মোহসেন করিমি বলেন, এ সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষর করার পর ইরান ও রাশিয়ার সব ব্যাংকের মধ্যে আর্থিক প্ল্যাটফর্ম সংযুক্ত হয়ে গেল।

তা ছাড়া, বিদেশে ইরানি ব্যাংকের শাখা প্রতিষ্ঠানগুলো রুশ ও অন্যান্য ১৩টি দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের শতাধিক ব্যাংক ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।

রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি জানান যে, এ স্মারকলিপির সবচেয়ে বড় দিক হলো পাশ্চাত্য দেশগুলোর নিষেধাজ্ঞা এড়ানো। রুশ আর্থিক সংস্থা এবং ইরানি আর্থিক সংস্থার মধ্যে আরো ব্যাপক যোগাযোগ স্থাপন করা হবে; যাতে তহবিল স্থানান্তরের মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীদের সুবিধা দেয়া যায়। সূত্র: ইরনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকিং বিনিময়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ