Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় নামার আহ্বান খন্দকার মাহবুবের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

বর্তমান সরকারকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হই। বর্তমান স্বৈরশাসকের বিদায়ের জন্য রাস্তায় নামি। বাংলাদেশে ভোটের অধিকারের দাবিদার যারা, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নামবো। ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই, তাদের সময় শেষ হয়ে এসেছে। শেষঘণ্টা বেজে গেছে। গতকাল (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রাস্তায় নামলে এই সরকার বিদায় হবে জানিয়ে খন্দকার মাহবুব বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, এই স্বৈরশাসক বাংলার মাটি থেকে বিতাড়িত হবে। সেদিন খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরবেন, গণমাধ্যম স্বাধীনতা পাবে, মানুষ তার মৌলিক অধিকার পাবে।
তিনি বলেন, তারেক রহমানের চরিত্র হরণ শুরু হয়েছে ১/১১-এর সময় থেকে। এরপর তার চরিত্র হনন চলছে। খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাই আজকে যেটা সবচেয়ে প্রয়োজন, সকলকে ঐক্যবদ্ধ হওয়া।
বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ডা. মোস্তাক রহিম স্বপন, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল হোসেন, ডা. সাইফুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ