Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অকল্পনীয় ধ্বংসস্তূপ রেখে গেছে মাইকেল : গভর্নর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে অকল্পনীয় ধ্বংসস্তূপ রেখে গেছে ঘূর্ণিঝড় মাইকেল। বৃহস্পতিবার ফ্লোরিডার গভর্নর রিক স্কট এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘চিরতরের জন্য অনেকের জীবন বদলে গেছে। অনেক পরিবার সবকিছু হারিয়েছে।’ ঘূর্ণিঝড় মাইকেল সবচেয়ে ভয়ংকর রূপে আঘাত হেনেছে ফ্লোরিডার উত্তর-পশ্চিম উপকূলে। এই এলাকায় বাড়ির ভিত্তি পর্যন্ত উপড়ে গেছে, গাছ ভেঙ্গে পড়েছে, বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারোলিনা ও আলবামার প্রায় সাড়ে ৯ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার ঘণ্টায় ১৫৫ মাইল গতির বাতাস নিয়ে আঘাত হানে মাইকেল। ওই সময় এর মাত্রা ছিল পাঁচের প্রায় কাছাকাছি। আঘাত হানার পর এটি উত্তর-পূর্ব দিকে সরে যায়। তবে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত হয়েছে ছয়জন। এদের মধ্যে চারজন ফ্লোরিডার,একজন জর্জিয়ার এবং অপরজন নর্থ ক্যারোলিনার। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ