Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যা লোরির প্রেমিক মাইকেল বি জর্ডানকে নিয়ে স্টিভ হার্ভির কপট অসন্তোষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

৬৪ বছর বয়সী টিভি ব্যক্তিত্ব স্টিভ হার্ভি বরাবরই স্পষ্টভাষী, তবে কন্যা লোরি হার্ভির (২৪) প্রেমিক অভিনেতা মাইকেল বি জর্ডানকে (৩৪) নিয়ে তিনি জিমি কিমেল শোতে কিছু মন্তব্য করেছেন যাকে ঠিক অকপট বলা যায় না। তিনি জর্ডানকে ‘ভাল মানুষ’ বললেও তার সম্পর্কে যা প্রচারিত হয় তার সঙ্গে তিনি একমত নন বলে জানান। তিনি বলেন তার কাছে সে মোটেই ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ নয়। ‘ফ্যামিলি ফুড’ অনুষ্ঠানের বিখ্যাত উপস্থাপক হার্ভি জানান তার কন্যা লোরি যখন প্রেমিক বেছে নেয় তখন তার আরও সতর্ক হওয়া দরকার। কিমেল তাকে যখন তার কন্যার প্রেমিকের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ খেতাব সম্পর্কে মন্তব্য করতে বলেন হার্ভি বলেন : “ সে ভাল মানুষ তবে আমার কাছে সে ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ নয় কোনোভাবেই।” তিনি আরও বলেন : “প্রেমিক বেছে নেয়ার সময় তার (লোরি) উচিত আমার পরামর্শ নেয়া।” এসব মন্তব্যের সবই যে টিভি তারকার কপট অসন্তোষ তা বুঝেছে সবাই। মেয়ের প্রেমিক নির্বাচনে তার পুরো সমর্থন আছে এমনটাই তিনি প্রকাশ করেছেন তার বাকচাতুর্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ