প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যাক টু দ্য ফিউচার’ তারকা মাইকেল জে. ফক্স দ্বিতীয়বারর মত অবসরে যাবার কথা বিবেচনা করছেন। তিনি জানিয়েছেন এত যদি তার অভিনয় ক্যারিয়ারের সমাপ্তি ঘটে তাতেও তার কোনও সমস্যা নেই। তার ‘নো টাইম লাইক দ্য ফিউচার’ বইতে তিনি ‘দ্বিতীয় অবসরের’ উল্লেখ করেছন, তিনি এর কারণ হিসেবে তার অবনতিশীল শারীরিক অবস্থাকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন শব্দ খুঁজে পাওয়া এবং তা বাক্যে পুনরায় ব্যবহার করার অক্ষমতা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। তিনি লিখেছেন, “মনে রাখার ব্যর্থতাই কারণ, হতে পারে তা বয়সে কারণে বা আমার পারকিন্সন’স-এর বোধ হারাবার প্রবণতা থেকে এটি উদ্ভূত, তবে পারে তা মেরু রজ্জুর সাড়ার অবনতির কারণে- তবে এর সবই আমার জন্য একটি বার্তা।” “সব কিছুরই একটা সময় আছে। দিনে ১২ ঘণ্টা কাজ করা আর সাত পাতা সংলাপ মনে রাখা সবসময় তাড়া করে ফেওে, অন্তত এখন।আমি দ্বিতীয় অবসরে প্রবেশ করছি। তা বদলাতেও পারে কারণ সবকিছুই বদলায়। তবে এটি যদি আমার অভিনয় ক্যারিয়ারের শেষ হয় তাই হোক,” ফক্স লিখেছেন। ১৯৯১ সালে মাত্র ২৯ বছর বয়সে ফক্সের পারকিন্সন’স রোগ ধরা পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।