Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য উইকেন্ডকে মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা করলেন টিম্বাল্যান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

প্রযোজক টিম্বাল্যান্ড (ছবিতে বামে) মাইকেল জ্যাকসনের দ্বিতীয় মরণোত্তর অ্যালবাম ‘এক্সস্কেপ’ নিয়ে কাজ করেছেন ২০১৪তে। এই বিখ্যাত প্রযোজক কানাডীয় গায়ক দ্য উইকেন্ডের নতুন অ্যালবামকে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি টুইট করেছেন : “এটি একেবারে আলাদা। এটি মুক্তি পেয়েছে আর এটি ‘থ্রিলার’-এর সঙ্গে তুলনীয়। আমার কথায় আস্থা রাখুন। যেভাবে চলছে এটি,অভিনন্দন। এটি অতুলনীয়।” ‘ডন এফএম’ অ্যালবামটিতে টাইলার দ্য ক্রিয়েটর, ওয়ানোথ্রিক্স পয়েন্ট নেভারের ড্যানিয়েল এবং লিল ওয়েন গেয়েছেন এবং ধারাভাষ্য ও আউটরোতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জিম ক্যারি। ক্যারি এর এক অংশে বলেছেন : “আপনারা এখন ১০৩.৫ ডন এফএম শুনছেন। আপনারা অনেকদিন অন্ধকারে ছিলেন। আলোতে জেগে ওঠার সময় এসেছে এবং নিয়তিকে মেনে হাত মেলে এগিয়ে আসুন।” ক্যারি টুইট করেন : “আমি গত রাতে আমার বন্ধু আবেল @উইকএন্ডের সঙ্গে ‘ডন এফএম’ শুনেছি। এটি গভীর আর মার্জিত এবং সারা ঘরে আমাকে নাচতে বাধ্য করেছে। আমি এর সিম্ফনি বাজিয়ে রোমাঞ্চিত।” এর জবাবে দ্য উইকএন্ড ওরফে আবেল টেসফে লিখেছেন : “এতে অংশ নেবার জন্য ধন্যবাদ। এটা নিয়তি। চক্র পূর্ণ হয়েছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য উইকেন্ডকে মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা করলেন টিম্বাল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ