Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরের নদনদী রক্ষা করুন

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নাটোর জেলার অধিকাংশ নদনদী অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় যে চলনবিল পানিতে থৈথৈ করত, তার বুকে এখন দখল আর নানাবিধ অত্যাচার। এই বিল মূলত মৎস্য ও শস্যভাণ্ডার। এই বিলের মধ্য দিয়ে বয়ে গেছে আত্রাই, ইছামতী, করতোয়া, ফুলজোড়, মুছা, বড়াল, গুড়, গুমানী, হিজলী, তুলসী, নন্দকুজা, চৈচুয়া, ভাদাই, চিকনাই, বানগঙ্গা, কুমারডাঙ্গা, মরা আত্রাই, মরা করতোয়া, নাগর, গাড়াদহ ইত্যাদি। কিন্তু সময়ের বিবর্তনে চলনবিল আজ মৃতপ্রায়। এসব নদনদীর বুক চিরে কোথাও বানানো হয়েছে রেললাইন, কোথাও মহাসড়ক। বছর শেষে পদ্মা ও যমুনা নদীর পলির বিশাল একটা অংশ জমা হয় এই বিলে। একসময় নাটোরের নদনদীতে নৌকা-স্টিমার চলত। কিন্তু পানির অভাবে এখন মাছও মিলছে না। কৃষিতে সেচের জন্য পানিও পাওয়া যাচ্ছে না। জনস্বার্থে চলনবিলের নদীসহ নাটোরের অন্যান্য নদনদী রক্ষা করা জরুরি।
সাধন সরকার
সাবেক ছাত্র, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদনদী
আরও পড়ুন