মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পার্লামেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আফগানিস্তানে সহিংসতায় প্রাণহানিও বাড়ছে। বৃহস্পতিবার তালেবান বিদ্রোহীদের হামলায় ১৫ সীমান্ত পুলিশ নিহত হয়। অন্যদিকে রাজধানী কাবুলের পশ্চিমের ওয়ারদাক এলাকায় সংঘর্ষে ২১ তালেবান নিহত হয়।
কন্দুজ প্রাদেশিক পরিষদের সদস্য আমরুদ্দিন ওয়ালি বলেন, কালা ই জাল জেলায় পুলিশের একটি চেকপোস্টে তালেবানরা হামলা করলে ১৫ পুলিশ সদস্য নিহত হয়।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিহত সংখ্যা ২৫ এবং আহত ৭ জন বলে উল্লেখ করেন।
তালেবানরা ২০১৫ ও ২০১৬ সালে দুবার কন্দুজ দখল করে। সাম্প্রতিক সময়ে তারা আবার প্রদেশটির উপর চাপ সৃষ্টি করেছে। প্রাদেশিক কেন্দ্র সরকারের হাতে থাকলেও এর চারপাশের অনেক এলাকা তালেবানদের নিয়ন্ত্রণে।
এর আগে আফগান স্পেশাল ফোর্স জঙ্গি বিমানের ছত্রচ্ছায়ায় তালেবানদের একজন সিনিয়র কমান্ডারসহ ২১ জনকে হত্যার দাবি করে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।