Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নান্দাইলে সউদী আরব পূর্বাঞ্চল বিএনপি সভাপতি গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো ও নান্দাইল উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আ.ক.এম রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকের হোসেন সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি দাবি করেন, রফিকুল নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাঁকে আটক করা হয়েছে।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া জানান, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে অধ্যপক আ.ক.এম রফিকুল ইসলাম বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসায় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ডেকেছিলেন। এ কারনেই তিনি ঢাকা থেকে এসে ব্যক্তিগত গাড়িতে করে নান্দাইল পৌরসভার নিজ বাসায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় ভূমি অফিসের সামনে পৌছলে পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে আটক করেন। অধ্যাপক রফিকের ছোট ভাই নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল হক পিকুল বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা নেই। কিন্তু পুলিশ সাজানো অভিযোগে তাকে আটক করে হয়রানি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ