রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয় পার্টি নব নির্বাচিত নির্বাহী কমিটি ও বুড়িচং উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে বুধবার স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয় পার্টির সমন্বয়ক উপজেলা জাপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল হোসেন, সহ-সভাপতি কাজী তাজুল ইসলাম, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, কুমিল্লা (দ:) জেলা ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শাহাদাৎ হোসেন, সদস্য মো. জসিম উদ্দীন। পরে সর্বসম্মতিক্রমে বুড়িচং উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি হিসেবে মুহুরী মো. গোলাম রাছেল কে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এবং মো. জামশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট বুড়িচং উপজেলা জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত কমিটির নাম ঘোষণা করেন কুমিল্লা (দ:) জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান। কমিটির অন্যান্য সদস্যরা নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি মো. বাহাদুর শরীফ, জালাল উদ্দীন, আমজাদ খান, মো. জাকির হোসেন (সাগর), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ, আলামিন, সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা হাজী আলী আকবর, মাহবুবুরর রহমান বকুল, কবির হোসেন, নুরুল ইসলাম নুরু, শাহআলম, মহিলা সম্পাদিকা হাসনা বেগম,কবির হোসেন, মফিজুল ইসলাম, মাসুক মিয়া, মো. ইসমাইল, মাহবুবুর রহমান, জসিম উদ্দীন প্রমুুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।