Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এ রায় ন্যায় বিচারের পরিপন্থী’

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজা দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেয়া রায় প্রত্যাখ্যান করে বিএনপির নেতারা বলেছেন, এ রায় ন্যায় বিচারের পরিপন্থী। সাজানো মামলায় আদালত ফরমায়েশি রায় দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। গতকাল (বুধবার) এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেয়া হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খোন্দকার ও এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
রায়ে সন্তুষ্ট নিহত আতিকের পরিবার
মতলব উত্তর(চাঁদপুর) সংবাদদাতা: হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছিলেন নিহত আতিক উল্যাহ পরিবার। স্বামী আর পিতৃহত্যার বিচারের প্রতীক্ষায় ছিলেন আতিকের স্ত্রী ও চার সন্তান। রায়ে পর পরই সন্তুষ্টি প্রকাশ করে আতিকের স্ত্রী লাইলী বেগম দৈনিক ইনকিলাবকে বলেন, আমরা ন্যায় বিচারের অপেক্ষায় ছিলাম। ন্যায় বিচার পেয়েছি। এখন অপেক্ষা দ্রুত রায় কার্যকরের। সরকারের কাছে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। আতিকের বৃদ্ধা মা বলেন উপার্জনক্ষম ছেলে হারিয়ে আমরা নিঃস্ব হয়েছিলাম। খুনিদের বিচার হয়েছে। বেচেঁ থাকতে খুনিদে ফাঁসি দেখতে চাই। বড় ছেলে মিথুন জানান, শিশু বয়সে বারা হারানো যে কত কষ্টের যারা না হারিয়েছে তারা বুঝবে না। বাবা হত্যার বিচার পেয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ