মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ডানপন্থী প্রার্থী জির বলসোনারো। দেশটির প্রেসিডেন্ট হতে হলে ২৮ অক্টোবর তাকে আরো ৫০ শতাংশ ভোটে জিততে হবে। রোববার অনুষ্ঠিত নির্বাচনে সকল সমালোচনা ডিঙিয়ে বলসোনারো ভোট পেয়েছেন ৪৬ শতাংশ। অন্যদিকে হাদাদ পেয়েছেন ২৯ শতাংশ ভোট। কিন্তু এ নির্বাচনে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাদের দ্বিতীয় দফায় নির্বাচনে লড়তে হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বলসোনারো নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ৫০ শতাংশ ভোট পড়েনি কারো পক্ষে। নির্বাচনের আগে এক জরিপে দেখা গিয়েছিল, দ্বিতীয় রাউন্ডে ২ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে না হাদাদের। সে ক্ষেত্রে পুরো নির্বাচন হিসেব করলে এখনকার ফল অনুযায়ী বলসোনারো এগিয়ে থাকবেন। তবে কি জরিপ বলছে, বলসোনারোই ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট।
সাবেক সেনা কর্মকর্তা সমকামিতা, নারী ও সংখ্যালঘু ইস্যুতে বক্তব্য দিয়ে অনেক সমালোচিত। তবে রাজনৈতিক বিচক্ষণতা ও অপরাধের বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই সমর্থন করেন তাকে। সমর্থকরা তাকে ঐক্যের প্রতীক হিসেবে দেখে থাকেন বলে জানা গেছে। এ দফার নির্বাচনের ফল ঘোষণার সময় বলসোনারোর বাড়ির বাইরে একত্রিত হতে থাকেন তার সমর্থকরা। অনেকেই ব্রাজিলের পতাকা উড়িয়ে বলসোনারো ও সেনাবাহিনীর সমর্থনে স্লোগান দিতে থাকে। আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। আইনি লড়াইয়ে আটকে যায় বামপন্থী ওয়ার্কার্স পার্টির নেতা লুলার প্রার্থিতা। তার পরিবর্তে একই পার্টির নেতা, লুলার ঘনিষ্ঠ সহযোগী ফার্নান্দো হাদাদ নির্বাচনে অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।