Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বাম জোটের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উদ্দেশ্যের কথা জানিয়ে চারটি বাম রাজনৈতিক দল একজোট হয়েছে। নাম রাখা হয়েছে ‘বাম ঐক্যফ্রন্ট’।

এতে আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন এ রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চারটি দল থেকে তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজনকে জোটের সমন্বয়ক করা হবে। বর্তমানে জোটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন গণমুক্তির ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেড শওকত আহমেদ, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, ইমাম গাজ্জালী প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এই বাম ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার এজন্য তাই করা হবে। তারা সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য বিপ্লবী তত্তাবধায়ক সরকার গটনের দাবি জানান।
আগামী ১৯ অক্টোবর বিপ্লবী তত্তাবধায়ক সরকার প্রসঙ্গে জোটের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরতে সেমিনার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোট

২২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ