Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ধর্মের নামে অন্য ধর্মের ওপর নিপীড়ন চলছে

সম্মিলিত সাংস্কৃতিক জোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আগামী অক্টোবর মাসে রাজধানী ঢাকায় সংস্কৃতিকর্মীদের নিয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সাংস্কৃতিক জাগরণ ও স¤প্রীতির বাংলাদেশ চাই’ শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
গোলাম কুদ্দুছ বলেন, আজকে দেশে স¤প্রীতি নেই। সা¤প্রদায়িক কারণে, শ্রেণিবৈষম্যের কারণে আবার জাতিগোষ্ঠীর নামে স¤প্রীতি নষ্ট হচ্ছে। স¤প্রীতিকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে বাহাত্তরের সংবিধান পূর্ণ বাস্তবায়ন ছাড়া আর কোনও বিকল্প নেই। এই সমাবেশ থেকে আমরা বাহাত্তরের সংবিধানের পূর্ণ বাস্তবায়ন চাই।
নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ভাষাভিত্তিক ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ আমাদের জাতিসত্তার সংস্কৃতি, কিন্তু সেখানে একটি ঘাটতি হয়ে গেছে। ধর্মভিত্তিক সাংস্কৃতিক জাগরণ ঘটেছে এর একটি কারণ তাদের জন্য বিভিন্ন সহযোগিতা সমাজে এবং রাষ্ট্রে রয়েছে। তাদের এই আধিপত্যের কারণে আমাদের মুক্তিযুদ্ধের অর্জন বাধাগ্রস্ত হয়েছে। যার জন্য সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট হয়েছে। সংস্কৃতির চর্চা একেবারে কমে এসেছে। দেশে হিংসা, ধ্বংস, হত্যার সংস্কৃতির উত্থান ঘটছে দাবি করে তিনি বলেন, এর বিপরীতে আমাদের দরকার ভালোবাসা, প্রেম এবং স¤প্রীতির সংস্কৃতি। আমরা সেটি প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমাদের দরকার প্রত্যাখ্যানের সংস্কৃতি। প্রত্যাখ্যানের সংস্কৃতিতে না এলে সমাজ বদলানো যাবে না। খারাপ যা কিছু আছে তা আমাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশে ধর্মের নামে অন্য ধর্মের ওপর যে নিপীড়ন চলছে। সেটিকে প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করতে সাংস্কৃতিক আন্দোলন করতে হবে।
জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্য সংঘ সংস্থার সভাপতি মিনু হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. নিমচন্দ্র ভৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভ‚ঁইয়া, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মিলিত সাংস্কৃতিক জোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ