Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন একজন গৌরবজ্জ্বল নেতা ছিলেন স্মরণ সভায়-ইসলামী ঐক্য জোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৮:২৭ পিএম

প্রখ্যাত আইনজীবি মরহুম খন্দকার মাহবুব হোসেন আইন বিভাগের একজন গৌরবজ্জ্বল নেতা ছিলেন। মরহুম খন্দকার মাহবুব হোসেন নিপীড়িত মজলুম মেহনতি মানুষের আস্থাভাজন আইনজীবি ছিলেন। মরহুমের ইন্তেকালে আইন বিভাগে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা’পূরণ হবার নয়। মহান আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

মরহুম অ্যাডভোকেট খন্দাকার মাহবুব হোসেনের রূহের মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার সিলেট জজকোর্ট প্রাঙ্গণে সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ্ইসলামী ঐক্যজোটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

জেলার সভাপতি হযরত মৌলানা মুফতি আবুল করিম হক্কানীর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ইসলামী এক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মৌলানা মোজাম্মেল হক, মৌলানা জুবায়ের আহমদ আনছারী, ইলিয়াছ বিল রিয়াছত, অ্যাডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট ময়নুল হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, মো. আব্দুল কুদ্দুছ, রফিকুজ্জামান, জামিল হোসেন। মরহুম অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের রূহের মাগফিরাত কামনা করে মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোজাম্মেল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ