বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বত্যাঞ্চলের ভূমিহীন লক্ষাধিক বাঙালি পরিবারকে পুনর্বাসন না করে, নতুন ৮২ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জি. আলকাছ আল মামুন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শেখ আহাম্মদ রাজু, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সমন্বয়ক আবদুল হামিদ রানা, প্রধান বক্তা ছিলেন প্রমুখ। আলকাছ আল মামুন বলেন, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সংখ্যা বাড়াতে ভারতের মনিপুর, আসাম ও মেঘালয় এবং মায়ানমার থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষ এদেশে এনে শরণার্থী হিসেবে সাজানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি বলেন, এজন্য ভারত প্রত্যাগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শরণার্থী বিষয়ক কমিটি ট্রাস্কফোর্স গত ২৭ সেপ্টেম্বর এক বৈঠকে আভ্যন্তরীণ আজগুবি ৮২ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শরণার্থী পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্কফোর্সের চেয়ারম্যান উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বাঙালিরা মনে করেন। এমন সিদ্ধান্ত পার্বত্যবাসী কখনও মনে নিবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।