Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যে বিজেপির অগ্নিপরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:২৩ এএম, ৯ অক্টোবর, ২০১৮

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পাঁচ রাজ্যের ভোটারদের ওপর এবিপি নিউজ-সি ভোটার পরিচালিত এক যৌথ জরিপে প্রাপ্ত ফলাফলে জানা যায়, তিনটি রাজ্যে ক্ষমতা হারাবে বিজেপি। এসব রাজ্যে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কংগ্রেসের। অর্থাৎ এই নির্বাচন কংগ্রেসের জন্য বয়ে আনছে সুসংবাদ। আর বিজেপির জন্য দুঃসংবাদ।
আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে রাজস্থানে নির্বাচন হবে ৭ ডিসেম্বর, মধ্য প্রদেশে ২৮ নভেম্বর, ছত্তিসগড়ে ১২ ও ২০ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৭ ডিসেম্বর নির্বাচন হবে। পাঁচ রাজ্যে বিভিন্ন সময়ে নির্বাচন হলেও নির্বাচনের ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।
মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত বলেন, নির্বাচনে আধুনিক ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার পাশপাশি নির্বাচনপর্ব ভিডিওগ্রাফি করা হবে। ছত্তিশগড়ে ২০০৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী রমণ সিং। এই রাজ্যে রয়েছে বিধানসভার ৯০টি আসন। সমীক্ষা বলছে, রাজ্যে ৪৭টি আসনে জিততে চলেছে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৪০টি আসনে। ফলে, এই রাজ্যে ক্ষমতা হারাতে পারে বিজেপি।
রাজস্থানেও বিজেপি ক্ষমতায় রয়েছে। ২০০৩ সাল থেকে এখানকার মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, এই রাজ্যেও ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। ২০০ আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে ৫৬টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৪২টি।
বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২৩০ আসনের বিধানসভায় তিনি ক্ষমতায় আছেন ২০০৫ সাল থেকে। সমীক্ষা বলছে, এখানে বিজেপি জিততে পারে ১০৮টি আসন। কংগ্রেস জিততে পারে ১২২টি। ফলে, এই রাজ্যেও ক্ষমতা হারাতে পারে বিজেপি।
তেলেঙ্গানা রাজ্যে ক্ষমতায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। ২০১৪ সালের ২ জুন ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে গঠিত হয় নতুন রাজ্য তেলেঙ্গানা। এখানের মুখ্যমন্ত্রী টিআরএসএর নেতা চন্দ্রশেখর রাও। তিনি ক্ষমতায় রয়েছেন ২০১৪ সাল থেকেই। তেলেঙ্গানার বিধানসভায় রয়েছে ১১৯টি আসন। এখানের নির্বাচনে মূল লড়াই হবে কংগ্রেসের সঙ্গে টিআরএসের। টিআরএসের সঙ্গে অবশ্য বিজেপির সখ্য রয়েছে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামে এখন ক্ষমতায় কংগ্রেস। এখানের মুখ্যমন্ত্রী লালথানওয়ালা। তিনি ক্ষমতায় রয়েছেন ২০০৮ সাল থেকে। এখানে বিধানসভার ৪০টি আসন। এবারও এখানে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বিজেপি ও বিভিন্ন আঞ্চলিক দলের। জয়ের সম্ভাবনা কংগ্রেসেরই বেশি।
ভারতের এই পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে এখন গোটা দেশ উত্তাল। আগামী এপ্রিল-মে মাসে ভারতের লোকসভার ৫৪৩ আসনের নির্বাচন। তার আগে এই পাঁচ রাজ্যের নির্বাচন। ফলে, এই নির্বাচনকে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে যদি কংগ্রেস জিততে পারে, তবে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে এক ইতিবাচক সাড়া পড়বে। সেই লক্ষ্য নিয়ে এখন জিততে মাঠে নেমে পড়েছে কংগ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ